রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে খড়ের গাদার নিচে পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু 

ফেনী প্রতিনিধি

ফেনীতে খড়ের গাদার নিচে পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু 

ফেনীতে খড়ের গাদার নিচে পড়ে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর তিতা ফকির বাড়ির টিপু মিয়ার স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩৫), ছেলে সাইমুন (৫) ও আবু সাঈদ (২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, টিপুর স্ত্রী সুমি ঘটনার দিন বাড়িতে থাকা নিজেদের খড়ের গাদা থেকে খড় নেয়ার সময় খুটি ভেঙে পুরো গাদাটি তার উপর এসে পড়ে। এসময় মায়ের সঙ্গে থাকা ছোট্ট শিশু সাইমুন ও আবু সাঈদও খড়ের নিচে পড়ে যায়। 

বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ওসি মো. আবুল হাসিম বলেন, নিহতদের মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের সঙ্গে কথা এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ